যুক্তরাষ্ট্রে দুই লাখ ৭৭ হাজার স্কুল শিক্ষার্থী করোনায় আক্রান্ত
যুক্তরাষ্ট্রে ছয় মাসে দুই লাখ ৭৭ হাজার ২৮৫ জন স্কুল শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেদেশের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে মোট করোনায় আক্রান্তের চার শতাংশই স্কুল শিক্ষার্থী।
প্রতিবেদন অনুযায়ী, পাঁচ থেকে ১১ বছর বয়সীদের তুলনায় ১২ থেকে ১৭ বছর বয়সীরা দ্বিগুণ হারে করোনায় আক্রান্ত হয়েছে। বসন্তকালে তাদের করোনায় আক্রান্তের সংখ্যা বাড়লেও গ্রীষ্মে তা কমে যায়। শিশুদের মধ্যে যাদের ফুসফুসে সমস্যা ও হাঁপানি ছিল তাদের অবস্থা গুরুতর হয় বলেও জানিয়েছে সিডিসি।
সংস্থাটি জানায়, করোনার সংক্রমণ যেখানে কম সেখানে স্কুলে লেখাপড়া নিরাপদ হতে পারে। কিন্তু যেখানে সংক্রমণ বেশি সেখানে স্কুল খুললে সংক্রমণ আরও বাড়তে পারে। দেশটিতে এ পর্যন্ত ৭৫ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন দুই লাখ ১৩ হাজারের বেশি। আর সুস্থ হয়েছেন ৪৭ লাখেরও বেশি রোগী।
এদিকে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আতঙ্কও বাড়ছে। শুধুমাত্র কোভিড-১৯ পজিটিভ শুনেই আতঙ্কিত হয়ে পড়ছেন অনেকে। এটা এতটাই চরমে পৌঁছেছে যে- অনেকে উপসর্গ থাকলেও পরীক্ষা করছেন না। ধরা পড়লেও কাউকে জানাতে চান না। এতে অনেকে ঝুঁকিতে পড়ছেন।