ফের শুরু হচ্ছে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের ট্রায়াল
অ্য়াস্ট্রাজেনেকা-অক্সফোর্ডের করোনা ভ্য়াকসিনের ট্রায়াল ফের শুরু করা হল। বিষয়টি জানিয়েছে মেডিসিনস হেলথ রেগুলেটরি অথিরিটি (এমএইচআরএ)। এই টিকা নিরাপদ, তাই ফের ট্রায়াল শুরু করা হল বলে অনুমোদন দিয়েছেন কর্তৃপক্ষ।
অক্সফোর্ড এক বিবৃতিতে বলছে, সুরক্ষা তথ্য পর্যালোচনা শেষে যুক্তরাজ্যের মেডিসিনস হেলথ রেগুলেটরি অথরিটি (এমএইচআরএ) পুনরায় ট্রায়াল শুরু করার পরামর্শ দিয়েছে। তবে অংশগ্রহণকারীদের অসুস্থতা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি।
বিবৃতিতে অ্যাস্ট্রাজেনেকা বলছে, যুক্তরাজ্যের কমিটি তদন্ত শেষ করেছে। মেডিসিনস হেলথ রেগুলেটরি অথরিটিকে সুপারিশ করেছে যে, যুক্তরাজ্যে ট্রায়াল ফের শুরু করাটা নিরাপদ।
শনিবার অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ডের বিবৃতিগুলো যুক্তরাজ্যের বাইরের ট্রায়াল নিয়ে কোনো তথ্য জানায়নি। শুধু যুক্তরাজ্যের ভেতরের ট্রায়াল নিয়ে তথ্য জানিয়েছে।
উল্লেখ্য, ট্রায়াল চলাকালীন ব্রিটেনে এক স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়েন। তারপরই গত বৃহস্পতিবার তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় করোন টিকার ট্রায়াল।
সংশ্লিষ্টরা মনে করছেন, করোনার ভ্য়াকসিন আবিষ্কারে যে কটি সংস্থা হাত লাগিয়েছে, তার মধ্যে প্রথম সারিতে রয়েছে অক্সফোর্ডের টিকা। ফলে, মাঝপথে ট্রায়াল বন্ধ হয়ে যাওয়ায় করোনা প্রতিষেধক ঘিরে আশঙ্কা তৈরি হয়। তবে শেষ পর্যন্ত ফের ট্রায়াল পর্ব শুরু হওয়ায় করোনা ভ্য়াকসিনের আশায় ফের বুক বাঁধল গোটা দুনিয়া।