৩০ আগস্ট ২০২০, ১৬:১৮

২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে

  © প্রতীকী ছবি

দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২৪৮ জন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৮৯৭ জনের শরীরে। এ নিয়ে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ৩ লাখ ১০ হাজার ৮২২ জনের। আজ রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মোট ১১ হাজার ৯৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এক হাজার ৮৯৭টি নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। অর্থাৎ নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৫ দশমিক ৯০। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৪৪ জন। ফলে মোট শনাক্ত রোগীর দুই লাখ ১ হাজার ৯০৭ জন সুস্থ হয়েছেন।

এর আগের ২৪ ঘণ্টায় মৃত্যু হয় ৩২ জনের। তবে ওই সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছিল ২ হাজার ১৩১ জনের। ওই দিন নমুনা পরীক্ষা শেষ ২৪ ঘণ্টায় তুলনায় কম হয়েছিল ২৫৫টি অর্থাৎ ১১ হাজার ৬৮৯টি।