২৬ জুলাই ২০২০, ১১:৫২

উত্তর কোরিয়ায় প্রথম করোনা রোগী শনাক্ত

  © বিবিসি

উত্তর কোরিয়ায় প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ফলে বাড়তি সতর্কতা জারি করেছে দেশটি। বিষয়টি নিয়ে দেশের শীর্ষ কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

বার্তা সংস্থার বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ কোরিয়া থেকে আসা এক ব্যক্তির কোভিড-১৯ উপসর্গ ছিল। করোনা রোগী শনাক্ত হওয়ায় ক্যায়সংয়ের সীমান্ত লকডাউন করে দেওয়া হয়েছে।  ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি অবৈধভাবে উত্তর কোরিয়া প্রবেশ করেছে।

বিশ্বে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা এক কোটি ৬০ লাখের বেশি। আর এখন পর্যন্ত মারা গেছেন ছয় লাখ ৪৩ হাজারের বেশি মানুষ। এছাড়া বিশ্বে সুস্থ হয়ে উঠেছেন ৯২ লাখ ১৮ হাজারের বেশি।