হ্যান্ড স্যানিটাইজার থেকে আগুন, চিকিৎসক দম্পতি দগ্ধ
হ্যান্ড স্যানিটাইজার থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন চিকিৎসক দম্পতি রাজীব ভট্টাচার্য (৩৭) ও অনুসূয়া ভট্টাচার্য (৩২)। রাজধানীর হাতিরপুলে নিজ বাসায় দগ্ধ হলে বুধবার (২২ জুলাই) তাঁদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। রাজীবের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকেরা।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, রাজীবের শরীরের ৮৭ শতাংশ পুড়ে গেছে। আর তাঁর স্ত্রী অনুসূয়া ২০ শতাংশ দগ্ধ হয়েছেন। বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, ভোর চারটার দিকে তাদেরকে হাসপাতালে আনা হয়। রাজীবের অবস্থা বেশি খারাপ হওয়ায় তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
আগুন লাগার বিষয়ে তিনি বলেন, রাজীব এক বোতল থেকে আরেক বোতলে স্যানিটাইজার ঢালতে গেলে খানিকটা নিচে পড়ে যায়। এতে সিগারেট কিংবা মশার কয়েল থেকে তাঁর শরীরে আগুন ধরে যায়। এসময় স্ত্রী তাঁকে বাঁচাতে গেলে তিনিও দগ্ধ হন। তাঁদের সাত বছরের মেয়ে থাকলেও দাদার বাড়িতে থাকায় সে বেঁচে গেছে। এসময় স্যানিটাইজার ব্যবহারে সবাইকে সাবধান থাকার আহবান জানান।
রাজীবে চাচাতো বোন তপু ভট্টাচার্য বলেন, স্যানিটাইজার থেকে আগুন ধরেছে শুনেছি, এখনো সঠিক বলতে পারছি না। বাসায় তাঁরা দুজন ছাড়াও অনুসূয়ার বাবা ছিলেন, তিনি নিজেই বেশ অসুস্থ।
চিকিৎসক দম্পতির অবস্থা সম্পর্কে বলেন, রাজীবের জন্য চিকিৎসকরা চেষ্টা করছেন। সৃষ্টিকর্তার ভরসায় স্বজনেরা। আর অনুসূয়াকে ঘুমের ওষুধ দিয়ে রাখা হয়েছে। রাজীব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক। আর অনুসূয়া ভট্টাচার্য একটি বেসরকারি মেডিকেলের চিকিৎসক।