করোনা ভ্যাকসিন গবেষণার তথ্য ‘চুরি করছে’ রাশিয়া ও চীন
চীন করোনার ভ্যাকসিনের জন্য হ্যাকারদের পৃষ্ঠপোষকতা করছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির আদালত বলেছে, চীন যুক্তরাষ্ট্রের ল্যাবগুলোর তথ্য বের করে আনার চেষ্টা করছে। ওই ল্যাবগুলোতে কোভিড-১৯ ভ্যাকসিন তৈরি হচ্ছে।
বিবিসি জানিয়েছে, ইতোমধ্যে দুজন চীনা নাগরিকের ওপর অভিযোগ উঠেছে যে, তারা যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস নিয়ে গবেষণা করা কোম্পানিগুলোর ওপর নজরদারি করছেন। এদিকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা রাশিয়ার দিকে আঙ্গুল তুলেছে অভিযোগ করেছে যে, তারা কোভিড সংক্রান্ত গবেষণার তথ্য চুরির চেষ্টা করছে।
অপরদিকে পৃথিবীতে করোনাভাইরাস পরিস্থিতি পুরোপুরি ঠিক হয়ে ওঠার আগে আরো খারাপ অবস্থা আসতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এছাড়া এখন যুক্তরাষ্ট্রে মাস্ক পরা নিয়ে নানা ধরনের তর্ক-বিতর্ক চলছে। ডোনাল্ড ট্রাম্প যদিও শুরুর দিকে মাস্ক নিয়ে হাসি-ঠাট্টার ছলে নানা কথা বলেছেন। কিন্তু এখন তিনি বলছেন, মাস্ক পরা এখন ‘দেশপ্রেমসুলভ একটা দায়িত্ব’।
বিশ্বে ছয় লাখ ১৫ হাজারের বেশি মানুষ ইতোমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এর চার ভাগের এক ভাগই যুক্তরাষ্ট্রে। দেশটি ছাড়াও ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা এবং ভারতে সংক্রমণ বাড়ছে দ্রুতগতিতে। যুক্তরাষ্ট্রে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা চার মিলিয়নের কাছাকাছি।