বাড়ি থেকেই করানো যাবে করোনা পরীক্ষা, খরচ ৫০০ টাকা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ জুন ২০২০, ০৯:৩৮ AM , আপডেট: ২৮ জুন ২০২০, ০৯:৩৮ AM
করোনা সংক্রমনের সন্দেহ হলে বাড়ি থেকেই পরীক্ষা করানোর সুবিধা দিতে প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। তবে এভাবে নমুনা পরীক্ষা করতে ফি দিতে হবে। এছাড়া সরকারি হাসপাতালেও পরীক্ষা করানো যাবে, তবে সেখানেও ফি দিতে হবে। চলতি সপ্তাহেই বিষয়টি প্রজ্ঞাপন জারি করে জানিয়ে দেওয়া হবে।
কর্মকর্তারা বলছেন, এখন দেশের বাইরে থেকে আমদানিকৃত প্রতিটি কিটের দাম পড়ছে তিন হাজার টাকা। বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করতে হলে সরকারের মোট খরচ পড়বে পাঁচ হাজার টাকার মতো। তাই এই ফি নামমাত্রই বলছেন তারা। সূত্র জানিয়েছে, সরকারি হাসপাতাল ও বুথে নমুনা পরীক্ষা করাতে ফি লাগবে ২০০ টাকা।
আর বাসায় গিয়ে নিতে হলে ৫০০ টাকা ফি দিতে হবে। জানা গেছে, অর্থ মন্ত্রণালয়ের সম্মতি নিয়ে ফি নির্ধারণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। চলতি সপ্তাহেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে স্বাস্থ্য মন্ত্রণালয়।
জানতে চাইলে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান সাংবাদিকদেরকে বলেন, ‘কারো শরীরে করোনা আছে কি না, তা জানতে এখন নমুনা পরীক্ষা করতে টাকা নেওয়া হয় না। তবে নমুনা পরীক্ষার ক্ষেত্রে ফি নির্ধারণ করেছি। এ বিষয়টি আলোচনায় আছে। চলতি সপ্তাহের মধ্যে ফি নির্ধারণের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।’
সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুই কারণে ফি নির্ধারণ করছে সরকার। সরকারের আয় কমে গেছে। আর নমুনা পরীক্ষায় যে টাকা খরচ হয়, তা বাংলাদেশের মতো দেশে দীর্ঘ মেয়াদে বিনা মূল্যে করা অসম্ভব। পরিস্থিতি বলছে, দেশে দীর্ঘ মেয়াদে নমুনা পরীক্ষা করতে হবে। এ জন্য সরকার ফি নির্ধারণ করতে যাচ্ছে। এছাড়া অনেকের শরীরে উপসর্গ না থাকলেও পরীক্ষা করাচ্ছে। এটি নিরুৎসাহ করতেও সরকার এমন সিদ্ধান্ত নিচ্ছে বলে জানা গেছে।
তবে ফি নেওয়ার বিপক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম। তিনি বলেন, ‘এখানে যদি টাকার বিষয়টা আসে, তাহলে দরিদ্র মানুষ পরীক্ষা করাতে আসবে না। উচ্চবিত্তদের মধ্যে যাদের দরকার, তারা আসবে।’ এসময় তিনি প্রশ্ন করেন, ‘টাকা নেওয়াটা কি সংবিধানের সঙ্গে যায়?’