গণস্বাস্থ্যের কিটের নিবন্ধন না দেওয়া দেশের সঙ্গে শত্রুতা: জাফরুল্লাহ
গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা পরীক্ষার কিটের নিবন্ধনের অনুমতি না দিয়ে দেশের সঙ্গে ঔষধ প্রশাসন অধিদপ্তর শত্রুতা করছে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
শনিবার (২৭ জুন) জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া সমন্বয়কারী জাহাঙ্গীর আলম মিন্টু ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে সাক্ষাত করেন। পরে সংবাদ বিজ্ঞপ্তি আকারে তার বক্তব্য গণমাধ্যমে পাঠানো হয়।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের নিবন্ধন না দিয়ে জনগণের অধিকারের প্রতি অন্যায় এবং দেশের প্রতি শত্রুতা করছে ঔষধ প্রশাসন।’ এ ব্যাপারে সবার সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি।
এদিকে শনিবার সন্ধ্যায় অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর জ্বর আছে। কথা বলেন আস্তে। নিয়মিত অ্যান্টিবায়োটিক নিচ্ছেন, কিডনি ডায়ালাইসিস করছেন। এখন কৃত্রিম অক্সিজেনের প্রয়োজন হয় না। তাঁর করোনাভাইরাস ইনফেকশন নাই। তবে নতুন ব্যাকটেরিয়া পাওয়ার পাশাপাশি ইনফেকশনও আছে। আরো বেশ কিছুদিন হাসপাতালে তাকে চিকিৎসা নিতে হবে।’
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ডা. জাফরুল্লাহ চৌধুরী মানসিকভাবে উজ্জীবিত। গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফি ও অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের তত্ত্বাবধানে ডা. জাফরুল্লাহ চৌধুরী চিকিৎসাধীন আছেন।