করোনায় একে একে মারা গেলেন ৫০ জন চিকিৎসক

  © প্রতীকী ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় দুজন এবং চট্টগ্রামে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ নিয়ে বুধবার (২৪ জুন) পর্যন্ত করোনায় একে একে মারা গেলেন প্রায় অর্ধশত চিকিৎসক। এছাড়া করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও আট জন চিকিৎসক।

বুধবার সাড়ে ১১টার দিকে রাজধানীর আল-মানার হাসপাতালের পরিচালক এবং ডায়াবেটিস স্পেশালিষ্ট ডা. মো. সাইফুল ইসলাম মারা গেছেন। আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

হাসপাতালের কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ডা. সাইফুল ইসলাম প্রায় দুই সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হন। এরপর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

এদিকে রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে মারা গেছেন ডা. ইউনুস আলী খান। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন এফডিএসআর যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী।

তিনি বলেন, ‘রাজশাহী মেডিকেল থেকে পাস করা ডা. ইউনুস আলী খান ৫০ বছর ধরে সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকায় মানবসেবায় নিয়োজিত ছিলেন। কোভিড-১৯ মহামারিতেও রোগী দেখতেন তিনি।’

এছাড়া চট্টগ্রাম আই ইনফার্মারির চিকিৎসক (অবসরপ্রাপ্ত) ডা. শহিদুল আনোয়ার করোনায় মারা গেছেন। বুধবার রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চমেক অধ্যক্ষ ডা. শামীম হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘চক্ষু বিশেষজ্ঞ ডা. শহিদুল চমেকের ১৫তম ব্যাচের ছাত্র ছিলেন। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান।’

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, এই তিন জন চিকিৎসকসহ করোনায় এ পর্যন্ত ৫০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৮ জন চিকিৎসক।


সর্বশেষ সংবাদ