২২ জুন ২০২০, ১৩:৪৭

মাশরাফির শারীরিক অবস্থার অবনতি

  © ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা’র শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এছাড়া হঠাৎ তার বুকে ব্যথা শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মাশরাফিকে হাসপাতালে ভর্তির প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

ব্যথা বাড়ায় মাশরাফিকে হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবার। তবে তার মাশরাফির পরিবারের সদস্যরা সুস্থ আছেন। করোনায় আক্রান্ত হয়ে মাশরাফি নিজ বাড়িতে হোম আইসোলেশনে ছিলেন। তার দুই বন্ধু সাংবাদিকদেরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) নেয়ার কথা থাকলেও সিট খালি না থাকায় তাকে কোন প্রাইভেট হাসপাতালে নেয়া হতে পারে। অধিনায়কের বন্ধু সৌমেন চন্দ্র বসু সাংবাদিকদেরকে বলেন, মাশরাফির এজমার সমস্যা পুরোনো। তার বুকের ব্যথা বেড়েছে। চিকিৎসক পরামর্শ দিয়েছেন টেস্ট করাতে।

এর আগে মাশরাফির শাশুড়ী এবং স্ত্রী সুমনা হকের বড় বোন রিক্তা করোনায় আক্রান্ত হন। করোনায় আক্রান্ত হওয়ার আগে কয়েকদনি ধরে মাশরাফি কিছুটা জ্বরে ভুগছিলেন। তা কয়েকদিন স্থায়ী হলে করোনা টেস্ট করান তিনি। এর ফলাফল পজিটিভ আসে। নিজেই সামাজিকে যোগাযোগমাধ্যমে এ তথ্য জানান তিনি।