আরও ভয়ঙ্কর করোনা, একদিনে সর্বোচ্চ আক্রান্ত বিশ্বে

  © বিবিসি

বিশ্বে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি আরও ভয়ঙ্কর পর্যায়ে যাচ্ছে, একদিনে সর্বোচ্চ সংক্রমণ হয়েছে। সেক্ষেত্রে করোনাভাইরাস সংক্রমণ কমতির দিকে আছে ভাবা ভুল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এক  লাখ ৮৩ হাজার মানুষের মধ্যে নতুন করে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এটিই একদিনে সবচেয়ে বেশি সংক্রমণ। বিশ্বজুড়ে ৮৯ লাখের বেশি করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে, যার মধ্যে ২২ লাখ আমেরিকায়। দেশটিতে এক লাখ ২০ হাজার মানুষ মারা গেছে।

এদিকে করোনাভাইরাসের উঠতি সংখ্যা মোকাবিলা করতে ব্যর্থ হওয়ায় ব্রাজিলে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়েছে। জেইর বলসেনারোর পদত্যাগ চেয়ে আন্দোলন চলছে দেশটিতে। সেখানে হাজারো মানুষ জড়ো হয়ে রাস্তায় নেমে এসে বিক্ষোভ দেখিয়েছেন। এই সরকারবিরোধী আন্দোলনের মূল দাবি জেইর বলসেনারোর অভিশংসন।

ইতোমধ্যে জেইর বলসেনারোর বড় ছেলে গ্রেফতার হয়েছেন দুর্নীতির অভিযোগে। ব্রাজিলে করোনায় মৃত্যুর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের পর প্রথম দেশ হিসেবে কোভিড-১৯ সংক্রান্ত মৃত্যুর সংখ্যার দিক থেকে ৫০ হাজার ছাড়িয়ে গেল ব্রাজিল। দেশটিতে ১০ লাখ শনাক্তের সংখ্যা ছাড়িয়ে গেছে আগেই। বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে এখনো সর্বোচ্চ সংক্রমণ বা পিক আসেনি।

বিশ্বে এখন ৮৯ লাখের বেশি কোভিড-১৯ রোগী রয়েছে। আর মারা গেছেন চার লাখ ৬৭ হাজারের বেশি মানুষ। বাংলাদেশে এক লাখ ১২ হাজার ৩০৬ জন শনাক্ত হয়েছেন। মোট মৃত্যু হয়েছে এক হাজার ৪৬৩ জনের।


সর্বশেষ সংবাদ