২২ জুন ২০২০, ১০:৫০

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মুক্তিযুদ্ধ মন্ত্রী

  © সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে বাসায় ফিরেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সর্বশেষ করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে তাঁর।

তবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু সুস্থ না হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে। তিনিও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মন্ত্রীর ভাগনী অ্যাডভোকেট রীনা পারভীন এ তথ্য নিশ্চিত করেছেন। রবিবার (২১ জুন) রাতে  মন্ত্রী বাসায় ফিরেছেন বলে সাংবাদিকদেরকে জানান তিনি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নেওয়ার একপর্যায়ে গত ১৩ জুন রাতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি করা হয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও তাঁর স্ত্রীকে।

এর আগে ১২ জুন নমুনা পরীক্ষায় পজিটিভ ফল আসে। এছাড়া করোনা আক্রান্ত হয়েছেন মন্ত্রীর একান্ত সচিব (পিএস) হাবিবুর রহমান এবং ওই মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফও।