১৯ জুন ২০২০, ০৯:৪৮
করোনায় আক্রান্ত কামাল লোহানী
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। নমুনা পরীক্ষার রিপোর্টে তাঁর করোনা পজিটিভ এসেছে।
তাঁর পুত্র সাগর লোহানী বাবার উন্নত চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে সিএমএইচ-এ স্থানান্তর প্রয়োজন বলে জানিয়েছেন। আর এ জন্য তিনি সবার সহযোগিতা চেয়েছেন।
এর আগে গত বুধবার (১৭ জুন) সকালে কামাল লোহানীকে রাজধানীর হেলথ এন্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার আরো অবনতি হয়। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন। গত মাসেও তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।