হাইড্রোক্সিক্লোরোকুইন গবেষণা বন্ধ করে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  © বিবিসি

করোনাভাইরাস চিকিৎসায় আলোচিত ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে গবেষণা বন্ধ করে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। করোনাভাইরাস সারাতে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছেন, জাতিসংঘের এই স্বাস্থ্য সংস্থা বলেছে, ওষুধটি মৃত্যুর হার কমাতে সাহায্য করে না। হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে বিশ্বজুড়ে আগ্রহের কমতি ছিল না। এটা ম্যালেরিয়া, আর্থাট্রাইসের মতো রোগে ব্যবহৃত হয়। তবে কোভিড-১৯ থেকে সেরে উঠতে এটা প্রমাণিত ওষুধ নয়।

এদিকে করোনা সারাতে এখন আলোচনায় আরেকটি ওষুধ ডেক্সামেথাসোন। প্রদাহনাশক এই ওষুধকে বলা হচ্ছে, হাসপাতালে থাকা মারাত্মক অসুস্থ কোভিড-১৯ রোগীদের জন্য দারুণ কার্যকর চিকিৎসা। ব্রিটেনে পরিচালিত এক ট্রায়ালে দেখা গেছে, এই ওষুধটি জীবনরক্ষায় কার্যকর।

এটি একটি স্টেরয়েড। শরীরে প্রদাহনাশক হরমোনের উৎপাদন বাড়িয়ে দিয়ে এটি ব্যথা কমাতে সাহায্য করে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শ্লথ করার মাধ্যমে কাজ করে এই ওষুধ। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যখন করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে, তখন প্রদাহ তৈরি হয়।

মাঝে মাঝে এই লড়াই তীব্র হয়ে ওঠে এবং তার প্রতিক্রিয়া হিসেবে শরীরের কোষগুলো আক্রমণের শিকার হয়। ফলাফল হিসেবে মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে।

বিশ্বে এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত বলে শনাক্ত হয়েছে ৮৩ লাখের বেশি মানুষ। আর বিশ্বব্যাপী মারা গেছেন চার লাখ ৪৮ হাজারের বেশি মানুষ। তবে বিবিসির গবেষণায় উঠে এসেছে, বিশ্বব্যাপী আরো এক লাখ ৩০ হাজার মানুষ করোনাভাইরাসে মারা গেছেন। কিন্তু সেটা হিসেবে আসেনি।


সর্বশেষ সংবাদ