করোনায় মারা গেল ঢামেকের সাবেক সহযোগী অধ্যাপক ডা. মো. আশরাফুজ্জামান

  © সংগৃহীত

প্রাণঘাতী করোনা ভাইরাসে ক্রমেই দীর্ঘ হচ্ছে চিকিৎসকদের মারা যাওয়ার তালিকা। কেউ করোনায় আক্রান্ত হয়ে, কেউ আবার উপসর্গ নিয়ে মারা যাচ্ছেন। এবার করোনায় মারা গেলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ডা. মো. আশরাফুজ্জামান।

বুধবার (১৭ জুন) সকাল ৮টায় কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক ডা. মো. আশরাফুজ্জামান। তার মৃত্যুতে দীর্ঘদিনের সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) পক্ষ থেকে দপ্তর সম্পাদক ডা. মোহাম্মদ শেখ শহীদ উল্লাহর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

দেশে বার্ন ইউনিট স্থাপন প্রকল্পের জাতীয় সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আশরাফুজ্জামানের স্মৃতিচারণ করে এসময় তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট শুরুর প্রথম দিকে যে কয়েকজন চিকিৎসক অক্লান্ত পরিশ্রম করে রোগীদের সেবায় নিয়োজিত ছিলেন আশরাফুজ্জামান ছিলেন তাদের মধ্যে অন্যতম। তার মৃত্যুতে দেশ একজন দক্ষ প্লাস্টিক সার্জনকে হারালো।


সর্বশেষ সংবাদ