১৬ জুন ২০২০, ২১:৩৮

করোনা রোগীর সেবায় অনীহা, ১০ চিকিৎসককে অব্যাহতি

  © ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে অনীহা দেখানোয় ১০ জন চিকিৎসক এবং এক স্টোর কিপারকে অব্যাহতি দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আজ মঙ্গলবার (১৬ জুন) চসিক সচিবের স্বাক্ষর করা এক চিঠিতে অব্যাহতির বিষয়টি জানানো হয়। চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার এ তথ্য নিশ্চিত করেছেন।

অব্যাহতি পাওয়া চিকিৎসকরা হলেন- মেডিক্যাল অফিসার ডা. সিদ্ধার্থ শংকর দেবনাথ, সেলিনা আকতার, বিজয় তালুকদার, ফরিদুল আলম, আবদুল মজিদ সিকদার, মোহন দাশ, হিমেল আচার্য্য, প্রসেনজিৎ মিত্র, ইফতেখারুল ইসলাম, সন্দীপন রুদ্র ও স্টোর কিপার মহসিন কবির।

তিনি বলেন, চসিকের উদ্যোগে সিটি কনভেনশন হলে আইসোলেশন সেন্টার তৈরি করা হয়। ২৫০ শয্যার আইসোলেশন সেন্টারে চিকিৎসক, নার্স পদায়ন করা হয়। তাদের প্রশিক্ষণেরও আয়োজন করা হয়। কিন্তু ১০ জন চিকিৎসক এতে অংশ নেননি। উল্টো করোনা চিকিৎসায় অনীহা প্রকাশ করায় তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তিনি জানান, চিকিৎসক, নার্সদের সঙ্গে গত ১৩ জুন মেয়র জরুরি সভা করেন। সভায় মেয়র বেতন দ্বিগুণ, গাড়ি, হোটেল, আক্রান্ত বা মৃত্যুবরণ চসিক থেকে ৫-৫০ লাখ টাকার প্রণোদনা, চাকরি স্থায়ীকরণে অগ্রাধিকারের মতো ঘোষণা দেন। কিন্তু তারপরও প্রশিক্ষণে অংশ নেননি তারা।

প্রসঙ্গত, চট্টগ্রামে করোনা রোগী বৃদ্ধি পাওয়ায় নগরীর হালিশহরে সিটি কনভেনশন হলে আইসোলেশন সেন্টার তৈরি করে সিটি করপোরেশন। গত ১৩ জুন সেন্টারের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।