১৫ জুন ২০২০, ১৪:০৯

করোনায় মৃত্যু নেই, যেভাবে মহামারি ঠেকাতে সফল ভিয়েতনাম

  © বিবিসি

করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে অনন্য উদাহরণ সৃষ্টি করেছে ভিয়েতনাম। দেশটির সঙ্গে চীনের সাথে দীর্ঘ সীমান্ত থাকা সত্ত্বেও সেখানে এ পর্যন্ত একজনও করোনাভাইরাসে মারা যাননি। প্রায় ১০ কোটি জনসংখ্যার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৩০ জন।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছেন, মধ্যম আয়ের দেশটি কীভাবে তাদের আক্রান্তের হার এতোটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পেরেছে? সে বিষয়ে বিশেষজ্ঞরা বলেছেন, করোনার প্রাদুর্ভাব দেখা দেয়ার প্রথম দিকেই ভিয়েতনাম সরকার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে। তার আগে তারা চীনের সাথে সব সীমান্ত বন্ধ করে দেয়।

সীমান্ত এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে স্বাস্থ্য পরীক্ষা বাড়ানো শুরু করে। এসব ব্যবস্থা কার্যকর করতে অন্যান্য দেশ কয়েক মাস পর্যন্ত সময় ব্যয় করেছিল।

মার্চের মাঝামাঝি সময়ে ভিয়েতনামে যারা বাইরের দেশ থেকে প্রবেশ করেছেন এবং যারা কোভিড-১৯ পজিটিভ রোগীদের সংস্পর্শে এসেছেন, তাদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠিয়ে দেন। এই নির্দেশনাগুলো কার্যকর করতে প্রতিটি পর্যায় তারা কঠোরভাবে পর্যবেক্ষণ করেছে।

অন্যান্য দেশের জন্য ভিয়েতনামে করোনাভাইরাস প্রতিরোধের অনন্য উদাহরণ হয়ে উঠলেও তাদের সাফল্য থেকে শিখতে অনেক দেরি হয়ে গেছে বলে মত অনেকের।