১৫ জুন ২০২০, ১৩:৪৬

করোনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষকের

  © ফাইল ফটো

ফেনীর সোনাগাজীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সালাউদ্দিন বাবুল (৪৫) নামে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দৌলতকান্দি গ্রামের ভেন্টর বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। সালাউদ্দিন বাবুল উপজেলার ধলিয়া মহিলা মাদ্রাসার শিক্ষক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আরমান বিন আবদুল্লাহ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে।

ডা. আরমান বিন আবদুল্লাহ জানান, মারা যাওয়া শিক্ষকসহ ওই বাড়ির আরও পাাঁচ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বাড়িটি লকডাউনের আওতায় ছিলো। ফেনী জেনারেল হাসপাতালে জ্বর, সর্দি-কাশিসহ শ্বাসকষ্ট সমস্যার কারণে সালাউদ্দিন বাবুলের চিকিৎসা চলছিল। কিন্তু গত ১১ জুন পরিবারের সদস্যরা তাকে নিয়ে যায়। একপর্যায়ে গতকাল রাতে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি।

এদিকে ফেনীতে নতুন করে আরও ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫১৪ জন। আর মোট মৃত্যু হয়েছে ১১ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১৯ জন।