করোনা মুক্তির ঘোষণা দিলেন বিজন কুমার, উল্লসিত জাফরুল্লাহ চৌধুরী
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৪ জুন ২০২০, ০১:০৩ PM , আপডেট: ১৪ জুন ২০২০, ০১:৩২ PM
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে টানা ২০ দিন চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। গণস্বাস্থ্য কেন্দ্র তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। শনিবার (১৩ জুন) রাতে তার একটি ছবি প্রকাশ করে বলা হয়েছে, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনামুক্ত।’
আলোকচিত্রী শহিদুল আলমের তোলা ছবিটি শনিবার রাতে ফেসবুক পেজে প্রকাশ করা হয়। কেন্দ্রের করোনা পরীক্ষার কিট তৈরির র্যাপিড ডট ব্লট কিট প্রকল্পের সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকারের উদ্ধৃতি দিয়ে ফেসবুক পোস্টে বলা হয়, গণস্বাস্থ্য-আরএনএ বায়োটেক উদ্ভাবিত কিটে এন্টিজেন পরীক্ষায় জাফরুল্লাহ চৌধুরীর করোনাভাইরাস ‘নেগেটিভ’ এসেছে।
তিনি এখনও নিউমোনিয়ায় ভুগছেন, তবে কৃত্রিমভাবে অক্সিজেন দিতে হচ্ছে না। ডা. জাফরুল্লাহ চৌধুরী দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলেও জানানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুস ও গলায় প্রদাহ উন্নতি হচ্ছে। নিয়মিত ডায়োলাইসিস ও ফিজিও থেরাপি চলছে তার।
এদিকে জাফরুল্লাহ চৌধুরীর করোনা থেকে সুস্থ হওয়ার পর আরও একটি ছবি ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে ডা: জাফরুল্লাহ চৌধুরী বেশ উল্লসিত। সেখানে করোনা মুক্তির ঘোষণা দিচ্ছেন গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানী ড. বিজন কুমার শীল। তাকেও বেশ উল্লসিত দেখা যায়।
গত ২৫ মে নিজেদের উদ্ভাবিত র্যাপিড ডট ব্লট কিটে নমুনা পরীক্ষায় ‘পজিটিভ’ ফল আসে জাফরুল্লাহ চৌধুরীর। পরে রাজধানীর বিএসএমএমইউতে টেস্টেও পজিটিভ আসে তার।