তৃতীয় ধাপে ৪২ হাজার দেহে পুশ হচ্ছে অক্সফোর্ড ভ্যাকসিন
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৩ জুন ২০২০, ১১:১৮ AM , আপডেট: ১৩ জুন ২০২০, ১২:১০ PM
মহামারি করোনা পরিস্থিতির মধ্য দিয়ে এবার যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি সম্ভাব্য একটি ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ব্রাজিলে ৪২ হাজার স্বেচ্ছাসেবীর দেহে প্রয়োগ শুরু হতে যাচ্ছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাদের অংশীদার ব্রিটিশ-সুইডিশ ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার মাধ্যমে এটি প্রয়োগ করবে।
সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ভ্যাকসিনটির তৃতীয় ধাপের পরীক্ষার জন্য যুক্তরাজ্যে ১০ হাজার মানুষের দেহে প্রয়োগ করা হবে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে ৩০ হাজার স্বেচ্ছাসেবীর দেহে এটি প্রয়োগ করবে ভ্যাকসিনটি তৈরির অংশীদার অ্যাস্ট্রাজেনেকা। এদিকে ব্রাজিলেও দুই হাজার স্বেচ্ছাসেবী নির্বাচন করা হয়েছে ভ্যাকসিন প্রয়োগের জন্য।
গত ২ জুন নিজ দেশের দুই হাজার স্বেচ্ছাসেবীর দেহে অক্সফোর্ডের তৈরি করোনার এ ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দেয় ব্রাজিল সরকার। স্বেচ্ছাসেবী নির্বাচন করার কাজও শেষ হয়েছে সেখানে। মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অংশ হিসেবে শিগগিরই তাঁদের দেহে ভ্যাকসিনটি পুশ করা হবে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ জানিয়েছে, তৃতীয় ধাপে আগামী আগস্টে ভ্যাকসিনটির ট্রায়ালের অ্যাস্ট্রাজেনেকার অংশটি স্বেচ্ছাসেবীদের দেহে প্রয়োগ করা হবে। ভ্যাকসিনটির এ ট্রায়ালের অর্থায়ন ও পরিচালনার কাজটি করছে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ। তৃতীয় ধাপের এ পরীক্ষায় প্রত্যেক স্বেচ্ছাসেবীর দেহে কোভিড-১৯-এর সম্ভাব্য এ ভ্যাকসিনটির একটি অথবা দুটি ডোজ প্রয়োগ করা হবে।
সূত্র: সিএনএন