০৯ জুন ২০২০, ২১:৫৮

উপসর্গহীন রোগীদের করোনা ছড়ানোর ঘটনা ‘দুর্লভ’

মাস্ক ব্যবহার ও ওষুধের পর এবার কোন ধরনের রোগী বেশি করোনা ছড়ায়— তা নিয়ে নতুন সিদ্ধান্ত দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও। এতদিন বলা হচ্ছিল, উপসর্গহীন রোগীরা ভাইরাস বেশি ছড়ায়। যেহেতু এই রোগীদের মধ্যে উপসর্গ দেখা দেয় না, ফলে সঠিক প্রক্রিয়ায় আইসোলেশন ও কোয়ারেন্টিন বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে। তাই তারা মানুষের সঙ্গে যত্রতত্র চলাফেরা করে এবং ভাইরাস বেশি ছড়ায়।

তবে এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা মারিয়া ভ্যান কেরখোভে বললেন, উপসর্গহীন রোগীরা করোনা কম ছড়ায়।  সোমবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, উপসর্গহীন রোগীদের মাধ্যমে করোনা ছড়ানোর ঘটনা ‘বেশ দুর্লভ’।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এখন বিভিন্ন দেশের উচিত উপসর্গযুক্ত ব্যক্তিদের করোনা পরীক্ষা করা এবং টেস্টে পজিটিভ হলে তাদের সঠিক প্রক্রিয়ায় আইসোলেশনে নেওয়া। বিশেষ করে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে কারা ছিলেন, তার খোঁজ বের করা অত্যন্ত জরুরি।

বিশ্বব্যাপী করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার একপর্যায়ে উপসর্গহীন রোগীদের অস্তিত্ব সম্পর্কে জানা যায়। সাধারণত বয়সে নবীন ও শারীরিকভাবে সুস্থ বেশ কিছু মানুষের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেলেও, কোভিড-১৯ রোগের কোনো উপসর্গ দেখা যায়নি।