করোনায় মৃতদের ৫৯ শতাংশই ঢাকা বিভাগের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ জুন ২০২০, ০৯:৪২ PM , আপডেট: ০৯ জুন ২০২০, ১০:২৬ PM
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭৫ জনে; যার ৫৯ শতাংশই ঢাকা বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, মৃতদের মধ্যে ৫৭৬ জনই ঢাকা বিভাগের। এদের মধ্যে শুধু রাজধানী ঢাকাতেই মারা গেছেন ২৯৫ জন। আর এই বিভাগস্থ অন্য জেলাগুলোতে মারা গেছেন ২৮১। সে হিসেবে মৃতের ৫৯.০৭ শতাংশই ঢাকা বিভাগের।
এদিকে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনন্সিটটিউটের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জুন মাসের প্রথম ৯ দিনে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২৫ জন। যা মোট মৃত্যৃুর ৩৩ দশমিক ৩৩ শতাংশ। অর্থাৎ করোনায় সর্বমোট মারা যাওয়াদের মধ্যে ৩৩ দশমিক ৩৩ শতাংশই চলতি মাসের প্রথম ৯ দিনে মারা গেছেন।
আইইডিসিআর এর তথ্যনুযায়ী, গত ৯ দিনে মৃতদের মধ্যে ১৭৯ জনের বয়স ৫১ থেকে ৭০ বছর। ৯৩ জনের বয়স ছিল ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। এছাড়া ৮৬ জনের বয়স ছিল ৬১ থেকে ৭০ বছরের মধ্যে।