সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল করোনায় আক্রান্ত
জামালপুর-২ (ইসলামপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজে বুধবার (৩ জুন) তার নমুনা পরীক্ষার পর করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
ফরিদুল হক খান দুলাল বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদেরকে বলেন, ‘আমি করোনায় আক্রান্ত, দোয়া করবেন।’ তিনি বলেন, ‘আমার শরীরে করোনার উপসর্গ নেই। তারপরেও পজিটিভ এসেছে। এখন গ্রামের বাড়িতে আইসোলেশনে আছি। পরিস্থিতির অবনতি হলে ঢাকায় যাব।’ এসময় ঢাকায় গেলে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি হবেন বলেও জানান তিনি।
ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
এর আগে চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল কোভিড-১৯ আক্রান্ত হন। শহীদুজ্জামান সরকার ও এবিএম ফজলে করিম চৌধুরী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।