৩১ মে ২০২০, ২২:১০

ঢামেকের করোনা ইউনিটে ২৪ ঘন্টায় ২২ জনের মৃত্যু

  © ফাইল ফটো

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) করোনা ইউনিটে গতকাল শনিবার সন্ধ্যা থেকে আজ (রবিবার) সন্ধ্যা পর্যন্ত কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে ২২ জন মারা গেছেন। আর মে মাসে ঢামেকের করোনা ইউনিটে ২৯৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ৩ জনের (কোভিড-১৯) পজিটিভ রিপোর্ট এসেছে। এ ছাড়া অনেকের নমুনা সংগ্রহ করা হয়েছে, তাদের রিপোর্ট এখনো পাওয়া যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃতরা হলেন, আব্দুল কুদ্দুস (৫৫), ইমদাদুল হক (৬০), জসিম উদ্দিন (৪৫), তাসলিমা (৪০), লুৎফুর রহমান (৫৫), আমীর হোসেন (৫৪), বেবী আকতার (৩৬), দিলীপ সাহা (৬৮), খাজা মুনসুর (৮৫), সিরাজুল ইসলাম (৭০), আনোয়ার হোসেন (৮৩)। মনিরুজ্জামান (৪৮), শারমিন ইসলাম (৩২), রহিমা (৬৫), সুভাষ (৫৫), আবুল খায়ের (৬৫), রোজিনা (১৮), স্বপন (৩২), নাবীর হোসেন (৬৫), সিতারা কবীর (৬৫), মিলন (৫০) ও রেশমা (৩০)।

এদিকে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৪০ জনের মৃত্যু হয়েছে। এটি দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশে মোট ৬৫০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ১৫৩ জন। সর্বশেষ ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫৪৫ জন।