২৭ মে ২০২০, ২২:১৯

ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুন

  © সংগৃহীত

রাজধানীর বেসরকারি ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুন লেগেছে। আজ বুধবার (২৭ মে) রাতে আগুন লাগার পর তা নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত ৯ টা ৫৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। হাসপাতালের নীচতলায় করোনা ইউনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে।

জানা গেছে, আগুন লাগার হাসপাতাল থেকে সকল রোগীকে বের করে আনার চেষ্টা করা হচ্ছে। অনেকে আতঙ্কিত হয়ে চিৎকার করছেন। বাঁচার আকুতি জানাচ্ছেন। হাসপাতালের ভিতরে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। সেখানে রোগী মৃত্যুর আশংকা করছে পুলিশ।

পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ চক্রবর্তী বলেন, হাসপাতালের পাশে অস্থায়ী করোনা ইউনিটে আগুন লেগেছে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহত হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

রাজধানীর গুলশানে অবস্থিত হাসপাতালটি শীর্ষস্থানীয় বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে অন্যতম।