২৪ মে ২০২০, ০৯:০৭
এপেক্স গ্রুপের চেয়ারম্যান স্ত্রীসহ করোনায় আক্রান্ত
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী সৈয়দ মঞ্জুর এলাহী ও তাঁর স্ত্রী। ৭৮ বছর বয়সী সৈয়দ মঞ্জুর এলাহী এপেক্স গ্রুপের চেয়ারম্যান এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা। তার স্ত্রী নিলুফার মঞ্জুর সানবীমস স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ।
শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন তাদের পুত্র সৈয়দ নাসিম মঞ্জুর। তিনি বলেন, ‘সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আমার মায়ের চিকিৎসা চলছে। বাবা বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।’ তিনি আরও বলেন, ‘আমার মায়ের কোভিড-১৯-এর প্রথম দুটি নমুনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ এসেছিল। তৃতীয়বারের পরীক্ষায় পজিটিভ এসেছে।’