ঢাবি ছাত্রলীগ কর্মীর বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরণ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ মে ২০২০, ০৪:০৯ PM , আপডেট: ১৬ মে ২০২০, ০৪:০৯ PM
মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় সাধারণ মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরণ কর্মসূচি প্রদান শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী মাইনুল ইসলাম রুদ্র। কর্মসূচিতে ১ জন ডাক্তার, ৪ জন মেডিকেল ছাত্র ও ৭জন স্বেচ্ছাসেবক নিয়ে "মিশন সেইভ মধুখালী" বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান কর্মসূচি শুরু করেছে।
এ কর্মসূচি প্রদানে সার্বিক সহযোগিতা করছেন মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন।
শুক্রবার (১৫ মে) প্রথম দিনে ৫৮ জন রোগী দেখা হয়েছে এবং ২৯ প্রকার ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। হাসপাতালে অপর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা থাকায় এই ভিন্নধর্মী উদ্যোগ। অনেকেই খাদ্য ও নগদ অর্থ দিয়ে সহায়তা করলেও জনগণের স্বাস্থ্য নিরাপত্তা হুমকির মুখে। সাধারণ মানুষ করোনার ভয়ে হাসপাতালে কম যাচ্ছে। ফলে দিন দিন তারা ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে।
এর আগে কর্মসূচির উদ্বোধন করেছেন মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, ৪,৫,৬ নং ওয়ীর্ড মহিলা কমিশনার নাজমা আক্তার, ৪নং ওয়ার্ড কমিশনার আনিসুর রহমান লিটন, আওয়ামী যুবলীগ নেতা শেখ রইচসহ আরও অনেকে।
এসময় মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন বলেন, দেশের এই দুঃসময়ে এমন সৃজনশীল কর্মকান্ডের মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ এই মেডিকেল সহায়তা টিমকে। আমার প্রিয় মধুখালীবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমি অতীতের ন্যায় আজকেও সার্বিক সহযোগিতায় এগিয়ে এসেছি। সকলের জন্য শুভ কামনা রইল আর সেজন্য ধন্যবাদ "মিশন সেইভ মধুখালী" মেডিকেল টিমকে।
স্থানীয় জনগণ খুবই খুশি বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে।