১৬ মে ২০২০, ১০:২৭

এক মাসে দুই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ!

ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী ডা. নেলসন টেইক পদত্যাগ করেছেন। তবে কি কারণে তিনি পদত্যাগ করলেন সেই বিষয়ে বিস্তারিতভাবে কিছু জানা যায়নি। সদ্য নিযুক্ত হওয়া ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রী ডা. নেলসন টেইক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর জিম এবং পার্লার খুলে দেয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন।

এর আগে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সঙ্গে করোনা লকডাউন তুলে নেয়ার ইস্যুতে বিরোধের জেরে সাবেক স্বাস্থ্যমন্ত্রী লুইজ হেনরিক মানদেত্তা পদত্যাগ করেন। গত এক মাসের মধ্যে প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সঙ্গে মতবিরোধের জেরে ব্রাজিলের দুই স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করলেন।

এদিকে ব্রাজিলে শুক্রবার করোনা ভাইরাসে রেকর্ড ১৫ হাজার ৩০৫ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮২৪ জন। ব্রাজিলে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৮ হাজার ২২৩ জন। মারা গেছেন ১৪ হাজার ৮১৭ জন। এমন পরিস্থিতির মধ্যেও ব্রাজিলের লকডাউন তুলে দিতে চান প্রেসিডেন্ট জাইর বলসোনারো।