ঢামেক করোনা ইউনিটে ২৪ ঘন্টায় আরো ৮ জনের মৃত্যু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ মে ২০২০, ০৫:০২ PM , আপডেট: ১৪ মে ২০২০, ০৫:০২ PM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) করোনা ইউনিটে সর্বশেষ ২৪ ঘন্টায় আরো ৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) বিকাল থেকে আজ বৃহস্পতিবার (১৪ মে) বিকাল পর্যন্ত তাদের মৃত্যু হয়। হাসপাতাল সুত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, মৃত ব্যক্তিদের মধ্যে রাজধানীর শের শাহ রোডের এস এম জাকওয়ানকে (৫৮) বুধবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। কেরানীগঞ্জ থেকে শামসুল হক (৬০) নামের একজনকে গত ছয় মে ভর্তি করা হয়। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি মারা যান।
রাজধানীর শ্যামপুর এলাকা থেকে ফরিদ (২৬) নামে একজনকে করোনা ইউনিটে ভর্তি করা হয় গত ১২ মে। গতকাল রাত ৩টা ২২মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আবুল বাশার (৫২) নামে অপর একজনকে কেরানীগঞ্জ থেকে এনে গতকাল রাত ১২টার দিতে ঢামেকে ভর্তি করা হয়। আজ সকাল ১১টায় মারা যান তিনি।
বরিশালের মুলাদি থেকে নজরুল ইসলাম (৬৫) নামে একজনকে করোনা ইউনিটে ভর্তি করেন শাহীন নামে একজন। গতকাল রাত ১২টার দিকে ভর্তি করার পর আজ ভোর ৫টা ৪০মিনিটে মারা যান তিনি।
রাজধানীর মিরপুর এলাকা থেকে শামসুল হককে (৬০) নিয়ে এসে ঢামেক করোনা ইউনিটে ভর্তি করা হয় গতকাল রাত ১২টার পর। আজ দুপুর ১২টা ২মিনিটে মারা যান তিনি। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী থেকে লিটন (৪৫) নামে একজনকে গতকাল হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ২০মিনিটে মারা যান তিনি।
এছাড়া মুন্সীগঞ্জের লৌহজং থেকে আব্দুল জব্বার (৫৫) নামে একজনকে ভর্তি করা হয় বুধবার। আজ দুপুর ১২টার দিকে করোনা ইউনিটে মারা যান তিনি।