করোনায় আক্রান্তে ইউরোপ-যুক্তরাষ্ট্রের কাতারে বাংলাদেশ, পরীক্ষায় পিছিয়ে

  © বিবিসি

চীনের উহান থেকে করোনাভাইরাসের বিস্তার শুরুর পর এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে বিশ্বের যে ৩০টি দেশে করোনায় আক্রান্ত মানুষ সবচেয়ে বেশি, তাদের মধ্যে এখন বাংলাদেশও স্থান করে নিয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১৮ হাজার ৮৬৩ জন। এর মধ্যে সরকারি হিসেব অনুযায়ী সুস্থ হয়েছেন তিন হাজার ৩৬১ জন।

এই ৩০টি দেশের মধ্যে কেবলমাত্র কাতার ও ইকুয়েডরে বাংলাদেশের চেয়ে কম টেস্ট করা হয়েছে। আর সবচেয়ে বেশি টেস্ট করা হয়েছে যুক্তরাষ্ট্রে এক কোটি দুই লাখ ৬৯ হাজার ৯৯৬টি। এরপরেই রয়েছে রাশিয়া ৫৯ লাখ ৮২ হাজার ৫৫৮টি।

এছাড়া জার্মানিতে ৩১ লাখ ৪৭ হাজার ৭৭১টি, ইতালিতে ২৭ লাখ ৩৫ হাজার ৬২৮টি, স্পেনে ২০ লাখ ৯৪ হাজার ২০৯টি ফ্রান্সে ১৩ লাখ ৮৪ হাজার ৬৩৩টি,  কানাডায় ১১ লাখ ৬৯ হাজার ৩৮০টি নমুন পরীক্ষা করা হয়েছে।

বাংলাদেশে সর্বশেষ ২৪ ঘন্টায় আরো এক হাজার ৪১ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৮ হাজার ৮৬৩ জন। আর মোট মারা গেছেন ২৮৩ জন। এরমধ্যে নতুন মারা গেছেন ১৪ জন।

বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা ৪২ লাখ ছাড়িয়েছে। আর চলতি রোগীর সংখ্যা সাড়ে ২৪ লাখ। বিশ্বে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দুই লাখ ৯৭ হাজারের বেশি।


সর্বশেষ সংবাদ