করোনা সংক্রমণে ইউরোপ আমেরিকার তুলনায় বাংলাদেশ ভাল আছে: স্বাস্থ্যমন্ত্রী
দেশে করোনাভাইরাস মোকাবিলায় দুই হাজার চিকিৎসকসদ্য নিয়োগ পেয়েছেন। তাদের নিয়োগদান অনুষ্ঠানে আজ বুধবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণের দিক দিয়ে ইউরোপ আমেরিকার তুলনায় বাংলাদেশ অনেক ভাল আছে।
তিনি নতুন ডাক্তারদের উদ্দেশ্যে বলেছেন, কোভিড-১৯ ভাইরাস আপনাদের জন্যে আশীর্বাদ হিসেবে এসেছে। কারণ কোভিড-১৯ যদি না আসতো আপনাদের হয়তো নিয়োগ দেয়া সম্ভব হতো না। কাজেই কোভিড আপনাদের জন্যে একটি আশীর্বাদ হিসেবেই এসেছে। কোভিডের কারণেই আপনার এ নিয়োগ পেয়েছেন।
তিনি বলেন, সারা বিশ্বে কোভিড-১৯ বিভিন্ন পর্যায়ে হানা দিয়েছে। ইউরোপ-আমেরিকায় আপনারা দেখেছেন কী অবস্থা। সেই তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে।
দেশে গত ২৪ ঘন্টায় এক হাজার ১৬২জন নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। মোট শনাক্ত হয়েছে ১৭ হাজার ৮২২ জন রোগী। বাংলাদেশে মৃতের সংখ্যা এখন ২৬৯ জন, সর্বশেষ মারা গেছেন ১৯ জন।
দেশে মোট ৪১টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে। আর বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত বলে শনাক্তের সংখ্যা ৪২ লাখ ছাড়িয়েছে, চলতি রোগীর সংখ্যা সাড়ে ২৪ লাখ। আর বিশ্বে মোট মৃতের সংখ্যা দুই লাখ ৯২ হাজারের বেশি।