১২ মে ২০২০, ১১:৫০

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আইসোলেশনে

  © ফাইল ফটো

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের মতো উপসর্গ নিয়ে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

মহাপরিচালক নিজেই আইসোলেশনে থাকার এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. আজাদ জানান, করোনার বিষয়টি নিশ্চিত হতে তাঁর নমুনা পরীক্ষার প্রক্রিয়া চলছে। বর্তমানে করোনাভাইরাসের মতো উপসর্গ নিয়ে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি। ইতিমধ্যেই তাঁর পরিবারের একজন সদস্যের নমুনা পরীক্ষার ফলে পজিটিভ এসেছে বলে জানান তিনি।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) হিসেবে আরও দুই বছরের জন্য নিয়োগ পান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। ২০১৯ সালের ২৭ মার্চ জন প্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব দিলসাদ বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (প্রশাসন) পদে সফলভাবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।