করোনায় হেরে গেলেন ভারতের প্রখ্যাত ইতিহাসবিদ
প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের প্রখ্যাত ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেব। গত শনিবার রাত ১ টায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
ভারতের সংবাদমাধ্যম স্ক্রল.ইন এই তথ্য জানিয়েছে। মে মাসের শুরুতেই জ্বরে আক্রান্ত হন ইতিহাসবিদ হরিশঙ্কর। পরে শ্বাসকষ্ট ও গলাব্যথা হওয়ায় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সমস্ত উপসর্গ দেখে দ্রুত তার করোনা পরীক্ষা করানো হয়।
বৃহস্পতিবার সকালে পাওয়া রিপোর্ট জানা যায়, তিনি করোনা পজিটিভ। শুক্রবার শ্বাসকষ্ট বাড়ায় হরিশঙ্করকে চিকিৎসকদের পরামর্শে ভেন্টিলেশনে রাখা হয়। তবে শেষরক্ষা হয়নি।
এদিকে ইতিহাসবিদের পরিবারের পাঁচ সদস্যকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কলকাতা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে তিনি আধুনিক ইতিহাস পড়াতেন। এছাড়াও কেন্দ্রীয় সংস্থা কলকাতার মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের অধিকর্তা পদেও ছিলেন।