বিএসএমএমইউতে গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের কার্যকারিতা পরীক্ষা শুরু সোমবার

  © ফাইল ফটো

গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকদের উদ্ভাবিত করোনা শনাক্তের ‘জিআর র‌্যাপিড ডট ব্লট’ কিট সোমবার (১১ মে) থেকে পরীক্ষা শুরু হচ্ছে। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) নিজস্ব ল্যাবে কিটটির কার্যকারিতা পরীক্ষা করা হবে।

আজ রোববার (১০ মে) হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে গণস্বাস্থ্য কেন্দ্রর প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে বলেন, সোমবার থেকে  আমাদের বিজ্ঞানীদের তৈরি কিটের কার্যকারিতা পরীক্ষা শুরু হবে বিএসএমএমইউ হাসপাতালের নিজস্ব ল্যাবে।

তিনি বলেন, তাদের সঙ্গে বৈঠক এ সিদ্ধান্ত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ১০০ কিট চেয়েছে। সোমবার তাদের কিট দেয়া হবে।

গণস্বাস্থ্য কেন্দ্রের করোনা শনাক্তকরণ কিট পরীক্ষা নিয়ে বিতর্কের পর গত ৩০ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) বা আইসিডিডিআর,বিতে এর কার্যকারিতা পরীক্ষার অনুমিত দেয় ওষুধ প্রশাসন অধিদফতর।

এরপর গত ২ মে বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহীনা তাবাসসুমকে প্রধান করে ছয় সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষক ড. বিজন কুমার শীলের নেতৃত্বে কিটটি তৈরি করেন ড. নিহাদ আদনান, ড. মোহাম্মদ রাঈদ জমিরউদ্দিন, ড. ফিরোজ আহমেদ।


সর্বশেষ সংবাদ