০৯ মে ২০২০, ১৭:৩১

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে করোনা পরীক্ষা শুরু

  © ফাইল ফটো

অবশেষে আজ শনিবার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে শুরু হচ্ছে করোনার নমুনা পরীক্ষা। এটি চট্টগ্রামে তৃতীয় নমুনা পরীক্ষাগার। চমেক মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপন করা হয়েছে এ ল্যাবটি। ইতোমধ্যে পিসিআর মেশিন স্থাপনসহ ডামি ট্রায়ালও হয়েছে। শুক্রবার চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ শামীম হাসান এ তথ্য জানান।

চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ শামীম হাসান বলেন, বৃহস্পতিবার সাকসেসফুললি মেশিনটির ডামি ট্রায়াল হয়েছে। এছাড়া সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি, আজ থেকে আমরা করোনার নমুনা পরীক্ষা শুরু করতে পারব।

তিনি বলেন, কয়েকদিন পর থেকে প্রতিদিন এক শিফটে ৯০টি নমুনা পরীক্ষা করা যাবে নতুন এ ল্যাবে। তবে আমাদের দুই শিফটে ১৮০টি নমুনা পরীক্ষা করার টার্গেট রয়েছে।

প্রসঙ্গত, গত ৩ মে চমেকে স্থাপন করা পিসিআর মেশিনে ক্রুটি ধরা পড়ায় অনিশ্চিত হয়ে পড়ে এ ল্যাবে করোনা পরীক্ষা। পরে ক্রুটিপূর্ণ মেশিনটি ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরের দিন ৪ মে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার অনুরোধে সিভাসু থেকে একটি পিসিআর মেশিন সাময়িকভাবে চমেকে দেয়া হয়।