খোঁজ মিলল নতুন করোনাভাইরাসের, বেশি সংক্রামক বলছেন গবেষকরা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৮ মে ২০২০, ০৪:৩৮ PM , আপডেট: ০৮ মে ২০২০, ০৪:৩৮ PM
চীনের উহান থেকে ছড়ানো করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রেরে এ ভাইরাসে প্রতিদিনই হাজার হাজার মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন অসংখ্য রোগী। এ অবস্থায় কার্যকর প্রতিষেধক তৈরিতে কাজ করছেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা।
এরমধ্যেই নতুন একটি গবেষণায় উঠে এসেছে, নতুন প্রজাতির এক করোনাভাইরাস আরো বেশি সংক্রামক হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যের লস অ্যালামোস ন্যাশনাল ল্যাবরেটরির গবেষকরা এ দাবি করেছেন। তবে গবেষণাটি এখনো সম্পূর্ণ হয়নি বলে তারা জানিয়েছেন।
লস এঞ্জেলেস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের স্পাইক প্রোটিনের ১৪টি জিনগত পরিবর্তন নিয়ে গবেষকরা গবেষণা চালিয়েছে। সেখানে দেখা গেছে স্পাইক প্রোটিনের জিনগত পরিবর্তনের কারণে করোনাভাইরাস আরো বেশি সংক্রামক হয়েছে।
গবেষণায় নতুন প্রজাতির এ করোনাভাইরাসে মানুষ বেশি আক্রান্ত হবে কি না সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। গবেষকদের দাবি, চীন থেকে ছড়ালেও নতুন পরিবর্তনের কারণে করোনাভাইরাস আগের চেয়ে আরো বেশি মাত্রায় সংক্রামক হয়েছে। এ কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপে ভাইরাসটি সবচেয়ে বেশি ক্ষতি করেছে।
গবেষণায় বলা হয়, নতুন ধরণের করোনাভাইরাসে মানুষ দ্বিতীয়বারও আক্রান্ত হতে পারেন। সেজন্য তারা মনে করেন, করোনার প্রতিষেধক নিয়ে যারা গবেষণা করছেন, তাদের জিনগত পরিবর্তনের বিষয়টিকেও মাথায় রেখে কাজ করতে হবে।
আইওয়া ইউনিভার্সিটির বায়োকেমিস্ট্রির অধ্যাপক চার্লস ব্রেন্নের বলেন, এ ধরণের গবেষণা করোনাভাইরাসের প্রতিষেধক তৈরিতে সহায়তা করবে। আর টেক্সাস শিশু হাসপাতালের ভ্যাকসিন বিভাগের সহকারী পরিচালক ড. পিটার হোতেজ বলেন, গবেষণাটি এখনো পুরোপুরি শেষ হয়নি। এতে যা বলা হয়েছে তার সবই তাত্ত্বিক।