করোনার কারণে একাধিক দুর্ভিক্ষ হবে, আশঙ্কা জাতিসংঘ কর্মকর্তার
পৃথিবীতে করোনাভাইরাসের কারণে ‘একাধিক দুর্ভিক্ষের আশংকা’ প্রকাশ করেছেন জাতিসংঘের এক কর্মকর্তা। পরিস্থিতি মোকাবিলায়, করোনার সংক্রমণ রোধে ও লাখ লাখ মানুষের জীবন রক্ষার জন্য আরো ৪৭০ কোটি ডলারের তহবিলের জন্য আবেদন জানিয়েছে জাতিসংঘ।
এর আগে মার্চ মাসে করোনাভাইরাস সংকটের ব্যাপারে বৈশ্বিক মানবিক ত্রাণের জন্য ২০০ কোটি ডলার চেয়েছিল জাতিসংঘ। এরমধ্যে অর্ধেক এ পর্যন্ত পাওয়া গেছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জাতিসংঘের মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকক বলেছেন, বিশ্বের দরিদ্রতম দেশগুলোতে করোনাভাইরাস সংকটের সবচাইতে মারাত্মক প্রতিক্রিয়া অনুভূত হবে।
তিনি বলেন, এখনই পদক্ষেপ না নিলে আমাদের সংঘাত, ক্ষুধা এবং দারিদ্র্য বিপুলভাবে বেড়ে যাবার জন্য তৈরি হতে হবে। এসময় পৃথিবীতে ‘একাধিক দুর্ভিক্ষের আশংকা দেখা যাচ্ছে’ বলে উল্লেখ করেন তিনি।
বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা সাড়ে ৩৭ লাখ ছাড়িয়েছে। বিশ্বের মোট করোনাভাইরাস শনাক্তের তিন ভাগের একভাগই যুক্তরাষ্ট্রে। মৃতের সংখ্যার দিক থেকেও যুক্তরাষ্ট্র বিশ্বে যে কোনো দেশ তুলনায় এগিয়ে আছে। সারাবিশ্বে ২ লাখ ৫০ হাজারের বেশি মানুষ এখন পর্যন্ত মারা গেছেন।
আর যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। বাংলাদেশে আরো ৭০৬ জন রোগী শনাক্ত। মোট ১২ হাজার ৪২৫ জনের মধ্যে করোনাভাইরাস পাওয়া গেছে। বাংলাদেশে মৃতের সংখ্যা ১৯৯ জন।