করোনা পরীক্ষায় যুক্ত হচ্ছে আরও দুটি ল্যাব
দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ হচ্ছে দিন দিন। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ অবস্থায় জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজেও করোনা পরীক্ষার করার জন্য পিসিআর মেশিন বসানো হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
মঙ্গলবার (৫ মে) দুপুর আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এসময় ডা. নাসিমা সুলতানা বলেন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় নিজস্ব ল্যাবে (করোনাভাইরাস) পরীক্ষা করছেন। তাদের অতিরিক্ত দুটি পিসিআর মেশিন ছিল। ইতোমধ্যে তারা জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজে একটি মেশিন হস্তান্তর করেছেন। আজকে তাদের আরেকটি মেশিন চট্টগ্রাম মেডিকেল কলেজে হস্তান্তর করেছেন। অল্প কয়েক দিনের মধ্যে এই দুটি জায়গায়ও আমরা পিসিআর মেশিনের মাধ্যমে করোনা শনাক্ত করতে পারব।
বর্তমানে দেশের ৩৩টি স্থানে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা করা হচ্ছে। জামালপুর ও চট্টগ্রামের এই দুটি মেডিকেল কলেজ যোগ হলে মোট করোনা পরীক্ষার ল্যাবের সংখ্যা দাঁড়াবে ৩৩টিতে।
এর আগে গত ২৪ ঘণ্টায় নতুন ৭৮৬ জনের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে মোট ১০ হাজার ৯২৯ জনের শরীরে শনাক্ত হলো প্রাণঘাতি এই ভাইরাস। এছাড়া দেশে আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৮৩ জনে দাঁড়ালো।