ইতিহাসবিদ মুনতাসীর মামুনের করোনা পজিটিভ
ইতিহাসবিদ ও অধ্যাপক মুনতাসীর মামুন করোনায় আক্রান্ত হয়ে মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার (৪ মে) তার নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা পজিটিভ এসেছে বলে জানিয়েছেন মুগদা জেনারেল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ( সার্জারি) মাহবুবর রহমান কচি। তিনি বলেন, আজ স্যারের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে, তবে এখন সুস্থ আছেন। তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
বিশিষ্ট ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসির ড. মুনতাসীর কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন রোববার (০৩ মে) রাতে। সময় সংবাদকে মুঠোফোনে বিষয়টি নিজেই জানান।
তিনি বলেন, আমি করোনাভাইরাসে আক্রান্ত নই। তবে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে রাজধানী মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছি। রোববার সন্ধ্যা ৬টার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি জানান, পরীক্ষায় তার করোনা নেগেটিভ এসেছে। তবে তিনি দুর্বল অনুভব করছেন এবং কিছু খেতে পারছেন না। শরীরে জ্বরও আছে। আর তাই হাসপাতালে ভর্তি হয়েছি। তবে সোমবার (৪ মে) তার দ্বিতীয় দফার পরীক্ষার ফলে করোনা পজিটিভ আসে।
অধ্যাপক মুনতাসীর মামুনের জন্ম ১৯৫১ সালের ২৪ মে, ঢাকায়। তিনি ১৯৬৬ সালে চট্টগ্রামের পোর্ট স্ট্রিট হাইস্কুল থেকে এসএসসি, ১৯৬৮ সালে চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাস করেন। ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ থেকে বিএ (অনার্স) এবং ১৯৭৪ সালে এমএ ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৩ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
স্বাধীন বাংলাদেশে ডাকসুর প্রথম নির্বাচনে সদস্য পদে জয়ী হয়েছিলেন মুনতাসীর মামুন। ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংসদের সভাপতি। তিনি জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ড এবং শিল্পকলা একাডেমি ও জাতীয় আর্কাইভসের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। এছাড়া ঢাকা নগর জাদুঘরের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি।