উপসর্গ ছাড়াই ঢাকা ফেরত ব্যক্তির শরীরে করোনা
লক্ষণ উপসর্গ ছাড়াই পাবনার ফরিদপুর উপজেলায় এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাঁর বয়স ৩৭ বছর। বাড়ি উপজেলার বনয়ারীনগর ইউনিয়নের খালিশাদহ গ্রামে। তিনি সম্প্রতি ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফিরেছেন। এর আগে জেলা সদরসহ পাঁচ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
রোববার সন্ধ্যায় রাজশাহী ল্যাবে ওই ব্যক্তির নমুনা পরীক্ষার রিপোর্টে জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত হয়। পরে জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও সিভিল সার্জন মেহেদী ইকবাল বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন আক্রান্ত ব্যক্তি ঢাকায় থাকেন। তিনি ২৭ এপ্রিল বাড়িতে ফেরেন। তাঁর শরীরে করোনাভাইরাসের কোনো লক্ষণ নেই। সন্দেহবশত ২৯ এপ্রিল তাঁর নমুনা সংগ্রহ করে রাজশাহী ল্যাবে পাঠানো হয়। পরীক্ষায় তাঁর করোনা ধরা পড়ে।
এর আগে গত ১৬ এপ্রিল জেলার চাটমোহরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তিনি নারায়ণগঞ্জফেরত পোশাকশ্রমিক। ১৯ এপ্রিল একই উপজেলায় আরেক ব্যক্তির এবং ২৬ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়। এছাড়া জেলা সদরের একজন ইন্টার্ন চিকিৎসক, একজন নার্স ও এক ব্যক্তি ছাড়াও ভাঙ্গুড়া উপজেলায় স্বামী-স্ত্রী দুজন, সুজানগর উপজেলায় একজন ও সাঁথিয়া উপজেলায় একজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ১১ জনের করোনা শনাক্ত হলো।