০৪ মে ২০২০, ১০:৩৭

ঈদ বোনাস পাবে না বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষক-কর্মকর্তারা

  © সংগৃহীত

বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক ও কর্মচারীদের ঈদুল ফিতরের বোনাস দেওয়া হবে না। একইসঙ্গে তাদের এপ্রিল মাসের বেতনও ৪০ শতাংশ কম দেওয়া হবে। বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল মালিকদের সংগঠন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) এই সিদ্ধান্ত নিয়েছে।

গত শনিবার বিপিএমসিএ'র নির্বাহী কমিটির জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সিদ্ধান্তগুলো জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ার‌ম্যান, ব্যবস্থাপনা পরিচালকদের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে স্বাক্ষর আছে সংগঠনের সভাপতি এম এ মুবিন খান ও সাধারণ সম্পাদক ডা. মো এনামুর রহমান।

ওই চিঠিতে বলা হয়েছে, বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী এবং যেসব চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মী ২৪ ঘণ্টা কাজ করেছেন তারা পূর্ণ বেতন পাবেন।

বৈঠকে নেওয়া তিনটি সিদ্ধান্তের কথা জানিয়ে চিঠিতে বলা হয়, করোনাভাইরাস মহামারী চলাকালে বাংলাদেশের সব মেডিকেল কলেজ ও হাসপাতাল গভীর সংকটের সম্মুখীন হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই সংগঠনের সদস্যভুক্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক ও কর্মচারীদের উৎসব বোনাস প্রদান করা হবে না।

সেখানে আরও বলা হয়, এপ্রিলের বেতন যেটা মে মাসে প্রদান করার কথা; সব অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকদের ক্ষেত্রে মোট বেতনের ৬০ শতাংশ প্রদান করা হবে। তৃতীয়-চতুর্থ শ্রেণির সব কর্মচারী শতভাগ বেতন পাবেন। কলেজ স্টাফ যারা অনুপস্থিত, তারাও ৬০ শতাংশ বেতন পাবেন এবং যেসব চিকিৎসক বা অন্যান্য স্বাস্থ্যকর্মী হাসপাতালে ২৪ ঘণ্টা কাজ করছেন তাদের বেতন শতভাগ প্রদান করা হবে।