দেশে করোনায় মৃত্যু নেই ১০-২০ বছর বয়সীদের, ঝুঁকিতে ষাটোর্ধ্বরা
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে এ পর্যন্ত ১৭৫ জন মানুষের মৃত্যু হয়েছে। এরমধ্যে মধ্যে ১০ বছরের নিচে আছে দুই শতাংশ। তবে ১১ থেকে ২০ বছর বয়সী কারোর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি।
এ পর্যন্ত করোনায় মৃত্যু হওয়াদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২১ থেকে ৩০ বছর বয়সীরা আছেন তিন শতাংশ। আর ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন সাত শতাংশ। ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে মৃত্যুর হার ১৯ শতাংশ। ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে মারা গেছেন ২৭ শতাংশ মানুষ।
তবে ষাটোর্ধ্বরাই করোনায় সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। যারা মারা গেছেন তাদের মধ্যে ৪২ শতাংশই ৬০ বছরের বা তার চেয়ে বেশি বয়সী।
বাংলাদেশে গতকাল নতুন করে ৬৬৫ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৪৫৫ জনে। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৮১ হাজার ৪৩৪ জনের।
করোনাভাইরাস বা কোভিড-১৯ এ মোট আক্রান্তের ৮৩.০৭ শতাংশই ঢাকা বিভাগের বাসিন্দা। সারা বিশ্বে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৩৪ লাখ ২৭ হাজারের বেশি। সব মিলিয়ে বিশ্বে এ পর্যন্ত দুই লাখ ৪৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।