বিএসএমএমইউতে কিট পরীক্ষার অনুমতি পেল গণস্বাস্থ্য কেন্দ্র
- গবি প্রতিনিধি
- প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ০৭:৫৫ PM , আপডেট: ৩০ এপ্রিল ২০২০, ০৮:০২ PM
গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকদের উদ্ভাবিত করোনা পরীক্ষার কিট পরীক্ষার অনুমতি মিলেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। কয়েকদিন টানা তর্ক-বিতর্কের পর গণস্বাস্থ্য কেন্দ্রের দাবি অনুযায়ী, এই অনুমতি দেয়ার কথা জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে এক চিঠির মাধ্যমে গণস্বাস্থ্য কেন্দ্রের করোনাভাইরাস পরীক্ষার ‘জি র্যাপিড ডট ব্লট’ কিটটি পরীক্ষা করে দেখবে বলে জানানো হয়।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘সরকার আমাদের কিট পরীক্ষার অনুমতি দিয়েছে। এ সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। আমলাতান্ত্রিকতা থেকে সরকার বের হতে পেরেছে, এটা দেশের জনগণের জন্য অনেক বড় সুখবর। ঔষধ প্রশাসন অধিদপ্তর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) অথবা আইসিডিডিআরবি'র যে কোন একটিতে পরীক্ষা করা হবে।’
অধিদপ্তর ইতোমধ্যে বিএসএমএমইউর উপাচার্যকেও চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে বলেও জানান ডা. জাফরুল্লাহ। তিনি আরও বলেন, ‘কিট পরীক্ষার অংশ হিসেবে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে (বিএমআরসি) ৫০ হাজার টাকা ফি দিয়ে আবেদন করতে হয়। গণস্বাস্থ্য কেন্দ্র ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছে।’
এদিকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, ‘গণস্বাস্থ্যের কিট নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। আমরা মৌখিকভাবে তাদের সাথে এ বিষয়ে কথা বলেছি। কিটের পরীক্ষা শেষে যাচাই-বাছাই করা হবে এবং চূড়ান্ত অনুমোদনের ক্ষেত্রে আমাদের একটি বিশেষ কমিটি আছে, তারা বৈঠকে বসে সিদ্ধান্ত দিবে। আশা রাখছি আগামী ৩/৪ দিনের মধ্যে এ বিষয়ে একটা ফলাফল আসবে।’