৩০ এপ্রিল ২০২০, ১৪:১৮

এক দিনে করোনায় নতুন আক্রান্ত ৫৬৪

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জন মারা গেছেন। একই সময় দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৫৬৪ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মারা গেছেন ১৬৮ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৭ হাজার ৬৬৭জন। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯৬৫টি নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘন্টায় মারা যাওয়াদের তিনজন পুরুষ এবং দুইজন নারী। এরমধ্যে একজন সাংবাদিক হুমায়ুন কবির। দেশে এই প্রথম কোন সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার বেলা ২টা ৩০ মিনিটে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। বুলেটিনে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এর আগে শুক্রবার দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৮ জন মারা গেছেন। একই সময় দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৬৪১ জন। দেশে করোনায় এক দিনে মৃত্যু এটাই সর্বোচ্চ।