২৯ এপ্রিল ২০২০, ১৫:৫৯

ভিয়েতনাম যুদ্ধকেও ছাড়িয়ে যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা!

ভিয়েতনাম যুদ্ধকেও ছাড়িয়ে যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা!
  © সংগৃহীত

মহামারি করোনাভাইরাস সবচেয়ে বেশি বিপর্যয় সৃষ্টি করেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার( ২৯ এপ্রিল) পর্যন্ত আমেরিকায় ৫৯ হাজার ২৬৬ জন মানুষ করোনা ভাইরাসে মারা গেছে। মাত্র তিন মাসে এই বিরাট সংখ্যক মানুষ মারা গেল অথচ ভিয়েতনাম যুদ্ধে দুই দশক মিলে ৫৮ হাজার ২২০ জন সেনা নিহত হয়েছিল।

হ্যানয়ে ভিয়েতনাম কর্তৃপক্ষ বলেছে, উত্তর ভিয়েতনামের নিয়মিত বাহিনী এবং ভিয়েট কং গেরিলা বাহিনী মিলিয়ে দেশটির ১২ লাখ সৈন্য মারা গেছে। এছাড়াও ২০ থেকে ৩০ লাখ বেসামরিক লোকের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রে গত ১৮ দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে ১০ লাখের সীমা পার করেছে। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ অভিযোগ করছে, প্রশিক্ষিত কর্মী ও উপকরণের ঘাটতির কারণে পরীক্ষার আওতা সীমিত থাকায় অনেক আক্রান্ত অশনাক্ত অবস্থায় রয়ে গেছে। এসব কারণে যুক্তরাষ্ট্রে নতুন করোনা ভাইরাসে আক্রান্তের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।

তবে চীনের প্রতিবেশী কমিউনিস্ট দেশ ভিয়েতনামে করোনায় আক্রান্তের সংখ্যা ২৭০ জন, আর এতে কারো মৃত্যু হয়নি বলে জানা যায়।