ভেন্টিলেশন থেকে রোগী বের করে দেয়ার অভিযোগ ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে
লাইফ সাপোর্টে থাকা রোগীকে স্থানান্তর করতে গিয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে। আর এ অনিয়মের অভিযোগ তুলেন এর ভুক্তভোগী ডা. খালিদ মাহমুদ।
ডা. খালিদ অভিযোগ করে বলেন, তার মা হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। হাসপাতালে তার মা চিকিৎসাধীন থাকার সময় করোনা পজিটিভ হওয়ার কারণে ভেন্টিলেশনে থাকার পরও তাকে বের করে দেয়া হয়।
কোভিড আক্রান্ত হওয়ার কারণে যখন তাকে কুয়েত-মৈত্রী হাসপাতালে স্থানান্তর করা হয় তখন আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্স সুবিধা পাননি বলেও অভিযোগ করেন তারা।
এসময় তিনি বলেন, ইউনাইটেড হাসপাতালের মতো একটা জায়গায় তাঁর মাকে ট্রান্সফারের জন্য ভেন্টিলেটরসহ একটা অ্যাম্বুলেন্স না পাওয়ার ব্যাপারটা মেনে নেয়ার নয়। এসময় বিভিন্ন জায়গায় ফোন করে করে অ্যাম্বুলেন্স জোগাড় করতে হয়েছে। যে অ্যাম্বুলেন্সটি তারা পেয়েছিলেন সেটিও অজ্ঞান একজন রোগী, যার ভেন্টিলেটর দরকার, তার জন্য অপ্রতুল বলে উল্লেখ করেন তিনি।
অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের কমিউনিকেশন বিভাগের প্রধান ডা. সাগুফা আনোয়ার বলেন, আমরা কাউকে বের করে দেইনি।
তিনি বলেন, রোগীকে ইনকিউবেটেড অবস্থায় বা কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্যে লাগানোর গলায় যে টিউব লাগানো হয় সেটিসহ আম্বুব্যাগের সাহায্যে(যে যন্ত্র দিয়ে হাতে পাম্প করে রোগীকে অক্সিজেন দেয়া যায়) রোগীকে স্থানান্তর করা হয়েছে। তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে। এটা একটি প্রচলিত ব্যবস্থা।
কোভিডের সংক্রমণ না থাকলেও আইসিইউ বা ভেন্টিলেটরে থাকা রোগীদের এভাবে স্থানান্তর করা হয় বলে তিনি জানান।