২৭ এপ্রিল ২০২০, ২১:০০

নিজের ভুলে ওএসডি হওয়া সেই সিভিল সার্জন চিকিৎসা দিচ্ছেন বিনামূল্যে

  © সংগৃহীত

করোনা পরিস্থিতিতে সামাজিক দুরত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছিল সরকার। তবে এরমধ্যেও ৪০০ অতিথিকে দাওয়াত করে খাওয়ানোর কারণে ওএসডি হয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. শাহ আলম। 

এখন সপ্তাহে এক দিন বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন তিনি। কর্মহীন অসামর্থ্যবানদের টাকা ছাড়া ব্যবস্থাপত্র দেওয়ার পাশাপাশি ওষুধ কিনে দিচ্ছেন। প্রতি শুক্রবার তিনি রোগী দেখেন আখাউড়া পৌর এলাকার লোকনাথ ফার্মেসিতে।

জানা গেছে, রোগীদের কথা চিন্তা করে শাহ আলম নিয়মিত প্রাইভেট চেম্বার করছেন। করোনা পরিস্থিতিতে কর্মহীন অসামর্থ্যবান রোগীদের নিকট থেকে প্রেসক্রিপশনের বিপরীতে টাকা নেন না।

বিজয়নগর উপজেলার মনোয়ারা বেগম বিনামূল্যে চিকিৎসা পেয়ে বলেন, ‘করোনা আসার পর সংসার চালাতে কষ্ট হচ্ছে। বহুদিন অসুস্থ হয়ে পড়ে আছি। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলাম না। এই ডাক্তারের কাছে এসে ফ্রি চিকিৎসা ও ওষুধ পেয়েছি।’

গত ২০ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জনের বাসভবনে ৪০০ অতিথিকে দাওয়াত করে খাইয়ে সমালোচনায় পড়েছিলেন এই চিকিৎসক। তখনকার সিভিল সার্জন ডা. শাহ আলমকে পরবর্তীতে ওএসডি করা হয়। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর।