চিকিৎসা দিতে গিয়ে ব্রিটেনে করোনায় আক্রান্ত বাংলাদেশি নার্স
ব্রিটেনে প্রাণঘাতী কারোনাভাইরাসের চিকিৎসায় নিয়োজিত থেকে করোনায় আক্রান্ত হলেন ইজমি আহমেদ নামে এক বাংলাদেশি নার্স। করোনার মহামারীর প্রথম থেকেই বার্মিংহামের হার্টল্যান্ড হাসপাতালে নিয়মিত নার্স হিসেবে কর্মরত ছিলেন ইজমি আহমেদ।
ইজমি আহমেদ বার্মিংহামের কমিউনিটি নেতা ও সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন অধিবাসী লিটু আহমেদ জুম্মার মেয়ে। বর্তমানে চিকিৎসকের পারামর্শে তিনি এবং পুরো পরিবার হোম কোয়ারেন্টাইনে আছেন।
ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যজুড়ে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে আরও ৪১৩ জন মারা গেছে। গত মার্চ মাসের পর দেশটিতে একদিনে এত কম মানুষের মৃত্যু হলো করোনায়। তাই এই অবস্থাকে পরিস্থিতির উন্নতির ইঙ্গিত বলা হচ্ছে।
দেশটিতে এ নিয়ে করোনায় প্রাণ হারালেন ২০ হাজার ৭৩২ জন। তবে সরকারিভাবে দেওয়া এই তালিকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মৃত্যুবরণ করা মানুষ অন্তভূর্ক্ত হয়েছে। এছাড়া দেশটির বিভিন্ন কেয়ার হোম (অনেকটা বৃদ্ধাশ্রম) ও বাড়িতে যারা মহামারি এই ভাইরাসে প্রাণ হারাচ্ছেন তাদের নাম তালিকায় উঠছে না।