করোনা আক্রান্তের তালিকায় এবার সাতক্ষীরা, লকডাউন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ এপ্রিল ২০২০, ০৩:০৩ PM , আপডেট: ২৬ এপ্রিল ২০২০, ০৩:০৩ PM
সাতক্ষীরা জেলায় প্রথম করোনা রোগী পাওয়া গেছে। আক্রান্ত হওয়া ব্যক্তি পেশায় একজন স্বাস্থ্যকর্মী। বাড়ি শহরের উত্তর কাঠিয়া এলাকায়। আক্রান্ত হওয়ার পর ওই বাড়ি লকডাউন করা হয়েছে।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, শহরের উত্তর কাঠিয়া এলাকার ওই স্বাস্থ্যকর্মী যশোর জেলার শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চাকুরি করেন। তিনি বাড়ি থেকে নিয়মিত যাতায়াত করতেন।
জানা যায়, সামান্য উপসর্গ পাওয়ার পর যবিপ্রবি-তে পরীক্ষা করে তার শরীরের করোনা পজিটিভ পাওয়া যায়। বর্তমানে তিনি বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী জানান, শার্শা উপজেলা কমপ্লেকেয় কর্মকর্তা ডা: ইউসুফ আলীর সাথে কথা বলে নিশ্চিত হওয়া গেছে ওই স্বাস্থ্যকর্মী করােনায় আক্রান্ত। তার নমুনা রিপাের্ট পজেটিভ। আজ বেলা দেড়টার দিকে সুমনের বাড়ির ৫ সদস্যকে লকডাউন করা হয়েছে। বাড়ির মালিক ও তার পরিবারকে একইভাবে লকডাউন করা হয়েছে।
আক্রান্ত ওই রোগী জানান, ‘সাতক্ষীরার বাসা থেকে তিনি অফিস করে থাকেন। দুই দিন আগে শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সহকর্মীর মাধ্যমে তার সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, তার শরীরে কোন জ্বর, সর্দি, কাশি বা শ্বাকষ্ট নেই। তেমন কোনো উপসর্গও বুঝতে পারছি না।