শেষ সম্বল ৩ শতাংশ জমিও বিক্রি করে বিলিয়ে দিলেন সিরাজুল
সিরাজুল। ফরিদপুর জেলার সালথা উপজেলার কাজির বল্লভদী গ্রামের নিন্মবৃত্ত পরিবারে জম্ম তাঁর। দিন আনে দিন খায়, পেশায় দিন মজুর। মহামারি করোনাভাইরাসে থমকে গেছে জীবনযাত্রা, চুপ হয়ে গেছে গোটা পৃথিবী। অচল হয়ে পড়েছে কর্মহীন মানুষ। অসচ্ছলতার বেড়াজালে মানুষ যখন প্রায় দিশেহারা, ঠিক তখনি নিজের শেষ সম্বল টুকু বিক্রি করে মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়ে এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে গ্রামের নিন্মবৃত্ত পরিবারের সিরাজুল।
দেশের এই সংকটময় সময়ে মানুষের আহাজারি দেখে সরল প্রকৃতির সিরাজুল আবেগ প্রবন হয়ে- পৈত্রিক সূত্রে পাওয়া জমির ৩ শতাংশ জমি বিক্রি করে তেত্রিশ হাজার টাকার সম্পূর্ণ চাউল কিনে আনেন অসহায়দের মাঝে বিলিয়ে দিতে।
এ খবরে সিরাজুল দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গ্রামে অনেক মানুষ আছে যারা গরিব, না খেয়ে থাকা এমন মানুষদের করোনা কালীন সময়ে সাহায্য করে সে আনন্দিত। আমার জমির ৩ শতাংশই বিক্রি করে তেত্রিশ হাজার টাকার সম্পূর্ণ চাউল কিনে অসহায়দের মাঝে বিলিয়ে দেই। এতে যদি এই সময়ে ঐ মানুষগুলো একবেলা খেয়ে বাঁচতে পারে তাহলে এই সময়ে তাদের পাশে দাঁড়াতেই এ কাজ।
তিনি আরও বলেন, আমি গরিব কিন্তু হাত পেতে কারো কাছে কিছু চাইতে পারি না। ঠিক তেমনি সমাজে অনেক মধ্যবৃত্ত পরিবার আছে না খেয়ে দিন কাটাচ্ছে গোপনে তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই, তারা যেমন গোপনে না খেয়ে দিন কাটাচ্ছে। তাই তাদের পাশে দাঁড়াতে এ কাজ করেছি।
এ বিষয়ে বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম জানান, সিরাজুলের এই মহান উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন সমাজে এখনও এ ধরনের ভালো লোক আছে বলেই মানবতা বেঁচে আছে।